ছবি : সংগৃহীত
আগামী বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ৯দিনব্যাপী এই উৎসব। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ রেইনবো চলচ্চিত্র সংসদ। প্রতিবারের মতো আন্তর্জাতিক মান বজায় রেখেই দেশ ও বিদেশের চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও পুরস্কার প্রদানের আয়োজন থাকছে উৎসবে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে নির্বাচিত হয়েছে প্রদর্শনীযোগ্য চলচ্চিত্রগুলো। চূড়ান্ত বাছাইয়ের পর এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিশে ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এবারের উৎসবে।
এবারের ২৩তম উৎসবের জন্য বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।
এশিয়ান কম্পিটিশন বিভাগে রয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান) ইত্যাদি।
স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি) ইত্যাদি।
এ ছাড়াও সৃজিত মুখার্জি পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ ছবিটি অংশ নেবে মূল প্রতিযোগিতা বিভাগে।
এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।