জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ: আইসিজি। ছবি: সংগৃহীত
বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐকমত্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের ১শ’ দিন উপলক্ষ্যে ‘আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলসভিত্তিক সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এতে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষ করে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি বলে জানানো হয়।
প্রতিবেদনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপরও জোর দেয়া হয়। সেসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও সংস্কারও জরুরি বলে জানানো হয়। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানায় আইসিজি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।