Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার 

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৩, ১৫ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার 

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বয়স ৪৫ বছরের মধ্যে।

গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। 

পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতার অভিবাসীদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়