ইরানের পারমাণবিক স্থাপণায় হামলা। ছবি: সংগৃহীত
ইরানের একটি পারমাণবিক অস্ত্রের গবেষণাগার হামলা করে গুড়িয়ে দেয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানে গত মাসে ইসরায়েল যে প্রতিশোধমূলক হামলা চালিয়ে ছিল, সে হামলার সময় তেহরানের পাশে পারচিন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালায় বলে দাবি ইসরায়েলের।
শুক্রবার (১৫ নভেম্বর) তিন মার্কিন ও দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারচিনে গত ২৬ অক্টোবর ইসরায়েলের ঘণ্টাব্যাপী চালানো বিমান হামলায় দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক চুল্লি ধ্বংস হয়ে গেছে।
এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা থমকে গেছে বলেও দাবি করেছে ইসরায়েল। তবে, এ ব্যাপারে ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) তেহরান সফরকালে তিনি এগুলো পরিদর্শন করেন।
বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।
শুক্রবার গ্রোসির সঙ্গে ফোরডো এবং নাটানজে তেহরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন।
গ্রোসি সফরকালে তার সঙ্গে ছিলেন আইএইএ-এর ডেপুটি মহাপরিচালক এবং সুরক্ষা বিভাগের প্রধান মাসিমো আপারো, এইওআই-এর ডেপুটি বেহরুজ কামালভান্দি এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।