মনিপুরে কারফিউ জারি। ছবি: সংগৃহীত
ফের উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। ওই রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার (১৭ নভেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মণিপুরের জিরিবামে মেইতেই গোষ্ঠীর নারী ও শিশু মিলিয়ে ছয়জনকে অপহরণ করা হয়। এরপর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠে মণিপুর। সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম-সহ সাতটা জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে।
রোববার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
সোমবার (১৮ নভেম্বর) জানানো হয়েছে, রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা বা এনআইএ মণিপুরের সাম্প্রতিক তিনটে ঘটনার তদন্ত করবে। যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়েছে ওই রাজ্য।
সোমবার সকালেও থমথমে পরিবেশ রয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফলসহ একাধিক জেলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়েছে এন বীরেন সিংয়ের সরকার। চিঠিতে অভিযোগ তুলেছেন, তার রাজ্যের (মণিপুরের) পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।