Apan Desh | আপন দেশ

পাকিস্তানে বন্দুক হামলায় ৩৮ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:২৬, ২১ নভেম্বর ২০২৪

পাকিস্তানে বন্দুক হামলায় ৩৮ জন নিহত 

মাইক্রোবাস লক্ষ্য করে বন্দুক হামলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাইক্রোবাসে বন্দুক হামলায় ৩৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ২৯ জন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) লোয়ার কুররম জেলায় কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাসে গুলি চালানো হয়। স্থানীয় কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনাকে ‘বড় ট্রাজেডি’ উল্লেখ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এই এলাকায় জমির দখল নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ই হামলার দায় স্বীকার করেনি। 
 
জিয়ারাত হুসেন নামে স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সেখানে যাত্রীবাহী পরিবাহনের দুটি বহর ছিল। একটা পেশোয়ার থেকে পারাচিনার। অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাচ্ছিল। হাঠাৎ সশস্ত্র ব্যক্তিরা পরিবহনের ওপর গুলি চালায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়