Apan Desh | আপন দেশ

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫৪, ২২ নভেম্বর ২০২৪

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড। ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিষ্ফোরণ। 

সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেলো তিন বছরে এ নিয়ে দশম বার আইসল্যান্ডের রেকেনহাস উপদ্বীপে ঘটলো অগ্নুৎপাতের মতো ঘটনা। অগ্নুৎপাতের কারণে কালো ধোয়ায় ছেয়ে গেছে আইসল্যান্ডের আকাশ। এমনকি রাতেও চলছে অগ্নি বর্ষন।

বিষ্ফোরণের বিস্তার ঘটেছে সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত। যদিও অগ্ন্যুৎপাতটি বিমান চলাচলের জন্য কোন হুমকি নেই, তবে কর্তৃপক্ষ নিকটবর্তী শহর গ্রিন্ডাভিকসহ উপদ্বীপের কিছু অংশ জুড়ে গ্যাসের সতর্কতা জারি করছে।। এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। পরিস্থিতি সামাল দিতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ আইসল্যান্ড প্রশাসনের।

রাজধানী রেইকিয়াভিকের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪ হাজার জনসংখ্যার শহর গ্রিন্ডাভিকের কাছে বারবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে অবকাঠামো এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে, অনেক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরে যেতে বলা হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়