জেনারেল হোসেইন সালামি। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা। যা ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’’ হিসাবে অভিহিত করেছে ইরান।
শুক্রবার (২২ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি এক বক্তৃতায় এ মন্তব্য করেছেন।
বিপ্লবী গার্ডের এ প্রধান বলেছেন, আইসিসির পরোয়ানার অর্থ ইহুদিবাদী রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যু। ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্বে পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। তাদের কর্মকর্তারা অন্য কোনও দেশে আর ভ্রমণ করতে পারেন না।
ইরানের পক্ষ থেকে জানানো এ প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারির ঘটনাকে স্বাগত জানানোর মতো পদক্ষেপ। সেসঙ্গে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয় বলে অভিহিত করেছেন সালামি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। যদিও এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েল ও তার মিত্ররা। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এ আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে।
এদিকে আইসিসির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রীর গতিবিধিকে কার্যত সীমিত করে ফেলবে। কারণ আন্তর্জাতিক এ আদালতের ১২৪ সদস্য রাষ্ট্রের যে কেউ তাদের ভূখণ্ড থেকে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য থাকবে। ইতোমধ্যে ইউরোপের দেশ ইতালি ও আয়ারল্যান্ড জানিয়েছে তাদের দেশে গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।