ছবি সংগৃহীত
ইন্ডিয়ায় সাম্ভাল মসজিদে সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে মুঘল আমলের এ জামে মসজিদে জরিপ চালাতে যায় কর্মকর্তারা। এ জরিপকে কেন্দ্র করে স্থানীয় মুসলি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশের গুলিতে প্রাণ হারান তিনজন। এ ছাড়া আহত হয়েছেন ৩০ জন পুলিশ। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এ মসজিদকে ঘিরে অনেকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অনেকের দাবি, মধ্যযুগে হিন্দু মন্দির ছিল এখানে। সেখানে মসজিদ তৈরি করেন সম্রাট বাবর। এ বিষয় নিয়ে আদালতে একটি মামলা চলছে। সে মামলার অংশ হিসেবেই জরিপ করতে যায় দলটি।
পুলিশ জানিয়েছে, জরিপ দলটি সকালে কাজ করতে গেলে সেখানে মানুষ জড়ো হতে শুরু করে। প্রায় এক হাজার মানুষ সেখানে গিয়ে অবস্থান নেয় এবং দলটি প্রবল প্রতিরোধের মুখে পড়ে। কেউ কেউ পুলিশের ওপর পাথর ছুঁড়তেও শুরু করে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
জানা গেছে, নিহত তিনজনের নাম নাইম, বিলার ও নোমান। এছাড়া সহিংসতায় আহত হয়েছেন ৩০ জন পুলিশ সদস্যও।
এমন উত্তেজনাকর পরিস্থিতর পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।