Apan Desh | আপন দেশ

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১০, ২৫ নভেম্বর ২০২৪

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর 

ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব ও আশদদ নৌ ঘাঁটিতে ৩৪০টি রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) রাতে হিজবুল্লাহর হামলায় তেল আবিবের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এ ছাড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। একই সময়ে তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিব সহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  

মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন। 

এদিকে লেবাননের তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিক মিকাতি এ হামলায় যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ‘রক্তাক্ত বার্তা’ দিয়েছে। 

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে এক্যমতে পৌঁছাতে অধিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েল সরকার যুদ্ধবিরতির একটি চূড়ান্ত চুক্তিকে ঝুলিয়ে রেখেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়