Apan Desh | আপন দেশ

লেবাননে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৫৭, ২৬ নভেম্বর ২০২৪

লেবাননে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে

ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হবে। যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নীতিগত’ অনুমোদন দেয়ার পর সিএনএন-কে এ তথ্য জানান নেতানিয়াহুর মুখপাত্র।

সূত্রটি জানায়, রোববার (২৪ নভেম্বর) রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় হয় নেতানিয়াহুর সঙ্গে। এতে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন। সোমবার তার মুখপাত্র সিএনএন-কে জানান, ইসরায়েলি মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে মঙ্গলবার ভোট দেবে। এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছেন যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে।

তবে সোমবার সন্ধ্যার দিকে আলোচনার সঙ্গে পরিচিত একজন লেবানিজ কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল এবং ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসানের বিষয়টি রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কূটনীতিকের বরাতে বিবিসি বলেছে, এই চুক্তিতে ইসরায়েল ও হিজবুল্লাহর খালি করা এলাকায় লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করা হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়