ছবি: সংগৃহীত
সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) আইএসএস আরিঘাট সামেরিন থেকে এর সফল পরীক্ষা চালানো হয়।
এ নিয়ে ভারত দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। নতুন ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী আরও অধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।
ভারতীয় নৌবহরে আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাট নামের দুটি পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে। এ সাবমেরিন দুটি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সুবিধা রয়েছে।
আরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। গত আগস্টে বিশাখাপত্তনম-ভিত্তিক শিপ বিল্ডিং সেন্টার এটির নির্মাণ কাজ করে। প্রত্যাশা করা হচ্ছে আগামী বছর ভরতের নৌবহরে তৃতীয় সাবমেরিন যুক্ত হবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।