Apan Desh | আপন দেশ

শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৬, ৩০ নভেম্বর ২০২৪

শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ২০ জানুয়ারি। তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান পার্টির এ নেতা।

শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গ্রাহাম এ সপ্তাহে ইসরাইল সফর করেছেন। সেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
 
গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার হামাসের একটি প্রতিনিধিদল কায়রো সফর করার কথা রয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মনোভাব জানা গেল।

আরও পড়ুন>>> চিন্ময়-ইসকন-সংখ্যালঘুদের নিয়ে যা বলল ভারত
 
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।
 
তিনি বলেন, আমি ইসরাইলি সরকার ও জনগণকে বলেছি, এ মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ইস্যুটি মনযোগের কেন্দ্রে আনতে চাইছেন। তিনি চান হত্যাকাণ্ড বন্ধ হোক এবং লড়াই শেষ হোক। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন প্রশাসন জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকর করতে একসঙ্গে কাজ করবে।
 
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহে লেবাননে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে ওয়াশিংটন গাজা যুদ্ধ বন্ধে মনোযোগী হয়।
 
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে নজিরবীহিন হামলা চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করে হামাস। এছাড়া দুই শতাধিক নাগরিককে আটক করে গাজায় নিয়ে আসে। এখনো হামাসের হাতে শতাধিক জিম্মি আটক রয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়