ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়াজুড়ে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) টেলিভিষণ ভাষণে এ ঘোষণা দেন ইউন সুক ইয়ল।
জাতির উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য আমি এতদ্বারা জরুরি সামরিক আইন ঘোষণা করছি।
বিবিসি বলছে, যখন বেসামরিক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না তখনই জারি হয় সামরিক আইন। ফলে আইন প্রয়োগে প্রভাব পড়তে পারে। স্বাভাবিক নাগরিক অধিকার স্থগিতও করা হতে পারে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।