Apan Desh | আপন দেশ

গরুর মাংস খাওয়া নিয়ে কঠোর আইন আসামে

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৩১, ৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৩, ৫ ডিসেম্বর ২০২৪

গরুর মাংস খাওয়া নিয়ে কঠোর আইন আসামে

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: এএনআই

ভারতের আসাম রাজ্যে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বুধবার (৪ ডিসেম্বর) রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর এনডিটিভির। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে গরুর মাংস খাওয়া অবশ্যই বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুসারে, গবাদি পশু জবাই, গরুর মাংস ও তার পণ্য বিক্রি, এমনকি পরিবহন নিয়ন্ত্রণের আওতায় রয়েছে।

বিশ্বশর্মা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। তেমনি কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা স্থানে গরুর মাংস পরিবেশনও করা যাবে না।

তিনি আরও বলেন, এর আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবার সে নিষেধাজ্ঞার পরিসর বাড়ানো হয়েছে। ফলে রাজ্যের কোনো হোটেল, রেস্তোরাঁ বা প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া যাবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়