ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। বিক্ষোভে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা।
বুধবার (৪ আগস্ট) চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর, টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় চেন্নাইয়ের পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশ নেতাকর্মীকে আটক করেন।
আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নেয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ।
এদিকে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে বুধবার একটি স্মারকলিপি জমা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ। এতে চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশের ‘ইসকনের প্রধান পুরোহিত’ হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেফতারের নিন্দা জানানো হয়। তবে পশ্চিমবঙ্গের কোথাও বুধবার বাংলাদেশবিরোধী বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এসএমএস/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।