Apan Desh | আপন দেশ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:০৩, ৬ ডিসেম্বর ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়। 

প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে অবশ্য সে সতর্কতা তুলে নেয়া হয়। সেখানে প্রায় ৪৭ লাখ লোকের বসবাস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত।

স্থানীয় কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি এ বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘটিত ৭ মাত্রার মাত্র নয়টি ভূমিকম্পের একটি।

হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে বলেছে, ভূমিকম্পে ভবন বা অবকাঠামোর বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেনি, তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

তারা আরও জানায়, ওই এলাকার কয়েকটি দোকানে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং অনেক বাসিন্দা জন্য কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন ছিলেন।

উত্তর ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরসহ কিছু অঞ্চলে সম্ভাব্য সুনামির শঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল।

ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার রিও ডেল শহরের ব্লু স্লাইড রোডে ফাটলের ছবি প্রকাশ করেছে এবিসি নিউজ।  

সুনামি সতর্কতা বাতিল হওয়ার আগে, সান ফ্রান্সিসকোতে লোকজনকে উঁচু অঞ্চলে যাওয়ার তাড়াহুড়ো করতেও দেখা যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়