Apan Desh | আপন দেশ

তুলসী গ্যাবার্ডকে নিয়ে মার্কিনের শত সাবের কর্মকর্তার গভীর উদ্বেগ

আন্তের্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ৬ ডিসেম্বর ২০২৪

তুলসী গ্যাবার্ডকে নিয়ে মার্কিনের শত সাবের কর্মকর্তার গভীর উদ্বেগ

তুলসী গ্যাবার্ড

মার্কিনের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় ১০০ কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। তারা সিনেটে রুদ্ধদ্বার বৈঠকের আহবান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

শতকর্মকর্তার খোলাচিঠিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মতো স্বৈরশাসকদের প্রতি ‘সহানুভূতি’ থাকার অভিযোগও আছে। এছাড়াও অন্যান্য উদ্বেগের প্রেক্ষাপটে ওই কূটনীতিক ও কর্মকর্তারা এ বৈঠকের আহবান জানান। 

চিঠিতে তুলসীর ব্যাপারে অসন্তোষ জানিয়ে তারা বলেন, সাবেক এ প্রেসিডেন্ট প্রার্থী ও হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্যের গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করা নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো তিনি ধারণ করেন। এছাড়া ২০১৭ সালে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সঙ্গে বৈঠক করার পর নিজেকে রুশ ও সিরীয় কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি। 

চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, ন্যাটোর সাবেক উপমহাসচিব রোজ গটেমোলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্থনি লেক। আছেন বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোসংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়