
ছবি : সংগৃহীত
বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক ও হোমস শহরের একদম কাছে পৌঁছে গেছে। খুব শিগগিরই বাশার আল–আসাদ সরকারের পতন হবে বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা আশঙ্কা করছেন আগামী সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতা হারাতে পারে। খবর রয়টার্স
গত এক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো দখলে নেয় বিদ্রোহীরা। সরকারি বাহিনী তাদের সঙ্গে টিকতেই পারছে না। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের নিরাপত্তা কাঠামো।
কৌশলগত দুটি শহর হোমস এবং রাজধানী দামেস্ক হাত ছাড়া হওয়ার অর্থ পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকায় আসাদ অধ্যায়ের পরিসমাপ্তি। শুধু তাই নয় আসাদ সরকারের অন্যতম মিত্র ইরানকেও সমস্যায় পড়তে হবে।
নাম না প্রকাশের শর্তে সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিদ্রোহীদের অগ্রগতি এটাই বলছে যে আসাদ সরকারের পতন খুবই নিকটে। এছাড়া একজন মার্কন কর্মকর্তা জানিয়েছেন আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যে আসাদ সরকারের পতন হতে পারে। অন্য আরেক জন বলেছেন আগামী সপ্তাহের মধ্যে ক্ষমতা হারাতে পারেন আসাদ সরকার। পশ্চিমা কর্মকর্তারা দ্বিতীয় জনের মতামতের সঙ্গে একমত হয়েছেন।
হোমসের একজন বাসিন্দা, সেনাবাহিনী এবং বিদ্রোহী সূত্র জানিয়েছে, উত্তর ও পূর্ব শহরে বিদ্রোহীরা সরকারি প্রতিরক্ষা ভেঙে ফেলেছে। বিদ্রোহী এক কমান্ডার জানিয়েছে, তারা হোমসের সেনা ক্যাম্প ও গ্রামের বিভিন্ন এলাকা দখলে নিয়েছে।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী এখনও হোমস দখলতে নিতে পারেনি। তারা শহরের বাইরে রয়েছে এবং সেনাবাহিনী তাদেরকে লক্ষ্য করে আর্টিলারি এবং ড্রোন হামলা চালাচ্ছে।
বিদ্রোহীরা ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম এলাকা দখলে নিয়েছে। এছাড়া সরকার বাহিনী পিছু হটায় তারা দামেস্কের ৩০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।