
ছবি : সংগৃহীত
বলতে গেলে বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা। এরপরই বিমান করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইতিমধ্যে দেশটির সরকারি রেডিও, টেলিভিশন ভবনসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় দখন করে নিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা।
তবে পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই অবস্থান করছেন। পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন জালালি। একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এ প্রধানমন্ত্রী। রোববার (৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি তার লাইভ আপডেটে বলেছে, সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না। সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।
আল-জালালি আরও বলেছেন, আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারও ক্ষতি করবে না। জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহবানও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ২০০৩ সালে যখন আমেরিকান বাহিনী আক্রমণ করে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটায়, তখন দেশটিতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বহু সরকারি স্থাপনা থেকে লুটতরাজের ঘটনা ঘটেছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।