Apan Desh | আপন দেশ

কারাগারের ফটক খুলে দিল বিদ্রোহীরা, দামেস্কে আনন্দ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৮ ডিসেম্বর ২০২৪

কারাগারের ফটক খুলে দিল বিদ্রোহীরা, দামেস্কে আনন্দ উৎসব

ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের আক্রমণের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরমধ্যে দিয়ে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। ইতোমধ্যে রাজধানীর দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা। কুখ্যাত সেদনায়া কারাগারের ফটক খুলে দিয়েছেন তারা। রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়াদ স্কোয়ারে আনন্দ উৎসব চলছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাংকের চারপাশে নাচছেন। দাবি করা হচ্ছে, ট্যাংকটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন। খবর বিবিসির।

একইসঙ্গে, জানা গেছে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন। তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উমাইয়াদ স্কোয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সদর দফতরের মত সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি। এই ঘটনাগুলো দামেস্কের বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই রাজধানীর কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছেন বিদ্রোহীরা। কারাগারের ফটক খুলে দিয়েছেন তারা। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার পর টেলিগ্রামে এই দাবি জানায় বিদ্রোহীরা। 

বিদ্রোহীদের দাবি, সেদনায়ার কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, হোমস শহরকে ‘পূর্ণাঙ্গভাবে স্বাধীন’ করা হয়েছে। কারাগার থেকে সাড়ে ৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়