Apan Desh | আপন দেশ

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০২৪

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

রাখাইন রাজ্যের মংডু শহরে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ঘাঁটি দখল করার পর আরাকান আর্মিরা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর দখলে নিয়েছে। ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। দখলের পর নাফ নদীর আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

রোববার (৮ ডিসেম্বর) সকালেআরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করে শহরটি দখল করেছে। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সীমান্তের ওপারে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশি জেলেরা ও অন্য সকল নৌযানকে সতর্ক করা হয়েছে। টেকনাফ অঞ্চলের জলসীমায় গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আরাকান আর্মি এখন পুরো মংডু দখল করেছে। নাফ নদীতে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে আমাদের কোস্টগার্ড ও বিজিবি সীমান্তে টহল আরও বাড়িয়েছে।

রাখাইন রাজ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে। এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, তারা মংডু অঞ্চলের সন্ত্রাসী সামরিক জান্তার পুলিশ গার্ডের শেষ চেকপোস্টটি দখল করেছে। 

টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইনের মংডুতে চলমান যুদ্ধের তীব্রতা বেড়েছে। গোলার শব্দে আতঙ্কে রয়েছেন এপারে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। রাখাইনে অধিকাংশ জায়গা আরকান আর্মির দখলে ছিল। তবে মংডু শহরের কিছু অংশ জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল। সেটির কারণে যুদ্ধ চলছিল দুই পক্ষে। ইতোমধ্যে সেটিও আরকান আর্মি দখলে নিয়েছে বলে শোনা যাচ্ছে।

নাফ নদে আরাকান আর্মির নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি’ উল্লেখ করে বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোয়াইব বিকাশ বলেন, বাংলাদেশ জলসীমানায় আমরা কাউকে ঢুকতে দেবো না। জালিয়ার দ্বীপ-সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদ ও সাগরে আমাদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি জেলেদের জলসীমা অতিক্রম না করতে বলা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়