Apan Desh | আপন দেশ

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির

ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল–বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, মোহাম্মদ আল–বশির টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। প্রকৌশলী আল–বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।

সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ১৮ মাস সময় লাগবে বলে এরই মধ্যে জানিয়েছে দেশটির বিরোধী দল। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা।

এএফপি জানিয়েছে, আগে থেকেই সিরিয়ার ইদলিব প্রদেশ ছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) নিয়ন্ত্রণে। সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট এদেরই সরকার।

সর্বশেষ সোমবার বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল–জালালি ও আল–বশিরের বৈঠক হয়। বৈঠকের পর আল–জালালি জানান, তিনি সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি। 

২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। এতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

একের পর এক শহর দখলের পর গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম।

দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার। তিনি মস্কোয় পালিয়ে যাওয়ার পরপরই প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সিরিয়ার সাধারণ মানুষ। বাশারের বাবা হাফিজ আল-আসাদের মূর্তিও ভেঙে ফেলে তারা। 

আসাদ সরকারের পতনের পর পরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা যেন দখলে নিতে না পারে সে প্রচেষ্টা করছে তারা। 

এ ছাড়া অধিকৃত গোলান মালভূমি, হারমন পার্বত্য অঞ্চলও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে বাফার জোন পুরোটা দখলে নেয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ইসরায়েল। 

গত কয়েক মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করার পর এখন সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়