Apan Desh | আপন দেশ

সিরিয়ায় রাজনৈতিক কার্যক্রম স্থগিত করল আসাদের দল

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:০৫, ১২ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় রাজনৈতিক কার্যক্রম স্থগিত করল আসাদের দল

সংগৃহীত ছবি

সিরিয়ায় বিদ্রোহীদের আশ্চর্যজনক অগ্রগতিতে গত শনিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে। এমন সঙ্কটময় পরিস্থিতিতে আসাদের দল বাথ পার্টি তাদের রাজনৈতিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। 

দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এ স্থগিতাদেশ সভা এবং অভ্যন্তরীণ কার্যাবলীসহ দলীয় কার্যক্রমকে প্রভাবিত করবে। আসাদের বিরুদ্ধে গত একদশকের বেশি সময় ধরে বিদ্রোহ করে আসছে বিদ্রোহীগোষ্ঠী। এ সিদ্ধান্তটি অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক তদন্ত উভয়ের চাপের প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে সিরিয়ার চলমান অর্থনৈতিক সংগ্রাম ও দশকব্যাপী গৃহযুদ্ধের প্রভাব সম্পর্কে।

১৯৬৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাথ পার্টি ক্ষমতায় আসে। প্রতিরক্ষামন্ত্রী হন বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদ। রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। ১৯৭০ সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালাহ আল-জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।

সিরিয়ায় আসাদ পরিবারের বাথ পার্টি, যেটি আরব দেশে ৬০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়।  রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার পাশাপাশি নতুন ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করেছে বলেও ঘোষণা করেছে।

সিরিয়ার টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটি।  এর মধ্যে ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ।  ২০০০ সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল-আসাদ। রাশিয়ায় পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত টানা দুই যুগ (২৪ বছর) ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন।

দলের সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত... সব ধরনের দলীয় কাজ ও কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে সিরিয়া শাসন করে। ১৯৬৯ সাল থেকে আসাদ পরিবারের চারপাশে একক ব্যক্তিত্বের ধর্ম প্রচার করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়