Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৪ হাজার ৮৩৫ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৪ হাজার ৮৩৫ 

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩৫ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩৫ জনে। বৃহস্পতিবার অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৩৫৬ জন ব্যক্তি আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত  গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে।  

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৫৮টি। বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ। ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রথম জার্মানি ও ইতালি গাজার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল।  

গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর সমর্থন এবং ইসরায়েলে সংস্থাটির কাজ নিষিদ্ধে প্রণয়ন করা নতুন আইনের নিন্দা জানিয়ে দ্বিতীয় আরেকটি প্রস্তাব পাস হয়।  প্রস্তাবটির পক্ষে ছিল ১৫৯টি দেশ। আর বিপক্ষে ছিল নয়টি দেশ। ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়