Apan Desh | আপন দেশ

সিরিয়ার সীমান্তের সৈন্য সরাচ্ছে না ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার সীমান্তের সৈন্য সরাচ্ছে না ইসরাইল

ছবি সংগৃহীত

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বাফার জোন (নিরাপদ অঞ্চল) নিয়ন্ত্রণে নেয় ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরাইল। এ খবর ভয়েস অব আমেরিকার।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দফতর জানিয়েছে, গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরাইলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরাইলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরাইলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স ও অন্যান্য দেশ ইসরাইলকে অভিযুক্ত করেছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে এ পদক্ষেপ সাময়িক।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, তারা আশঙ্কা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দফতর বলছে, সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা সে শূন্যতা পূরণ করতে এবং ৭ অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরাইলিদের হুমকির সুযোগ দেবে না তেল আবিব।

আরও পড়ুন<<>> গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৪ হাজার ৮৩৫

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী ব্যুরোর সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (রিজার্ভ) নিতজান নুরেইল। তিনি বলেন, ইসরাইল সিরিয়ার ঘটনাগুলোর দিকে খুব সতর্কতার সঙ্গেই নজর রাখছে। সিরিয়ার জন্য সব চেয়ে খারাপ যা হতে পারে, তা হলো সিরিয়া মধ্যপ্রাচ্যের সোমালিয়া হয়ে উঠবে যার অর্থ হচ্ছে অনেক সংগঠনই পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকবে। আগামী কয়েক বছর সিরিয়াকে কেউ ‘স্থিতিশীলতা’ হিসেবে চিহ্নিত করতে পারবে না-বলেন নুরেইল। 

সিরিয়ার অস্ত্রের ভাণ্ডারে শত শত বিমান হামলা চালিয়েছে এবং ট্যাংক ও অন্যান্য অস্ত্র আটক করেছে ইসরাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা মনে করে ইসরাইল সিরিয়ার আক্রমণাত্মক সকল সক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে।

একজন উচ্চপদস্থ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলভি মেলামেদ বলেন, সিরিয়ায় যে বিদ্রোহী গোষ্ঠীগুলি আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের দিকে ইসরাইল নজর রাখছে। গোয়েন্দা কর্মকর্তার মতে, বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি মনে হচ্ছে দামেস্কের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। তবে মেলামেদ বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে জোলানি হায়াত তাহরির আল-শামের নেতা। আর এ গোষ্ঠীটিকে বাইডেন প্রশাসন সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং বলছে এরা আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়