
রাহুল গান্ধী x ফাঙ্গনন কন্যাক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আমবেদকার মন্তব্যকে’ ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের এমপিদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের হাতাহাতিতে বিজেপির দুজন এমপি আহত হয়েছেন। একজন ওড়িশার এমপি প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের এমপি মুকেশ রাজপুত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণের এ ঘটনায় আহতদের দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অবৈধভাবে বিজেপি এমপির ওপর শারীরিক আক্রমণ চালিয়েছেন, যা সংসদের শৃঙ্খলাকে বিঘ্নিত করেছে।
এ উত্তেজনার মধ্যে নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি এমপি ফাঙ্গনন কন্যাক একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি দাবি করেন, যে সময় গন্ডগোল হচ্ছিল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার শরীরের কাছাকাছি চলে এসেছিলেন এবং চিৎকার করতে শুরু করেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। একজন এমপির কাছ থেকে এমন আচরণ আমি কখনো আশা করিনি।
তার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি তার অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আলোচনা শুরু করেছে।
ফাঙ্গনন কন্যাকের অভিযোগ যদি সত্যি হয়, তবে এটি সংসদে আচরণের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন। কংগ্রেসের মতো বিরোধী দলের নেতা, যারা জনগণের কাছে নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কন্যাকের অস্বস্তির বর্ণনা থেকে পরিষ্কার হয়, সংসদে শৃঙ্খলা বজায় রাখার জন্য এমপিদের মধ্যে একটি সাধারণ শিষ্টাচারের মাপকাঠি থাকা উচিত।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।