Apan Desh | আপন দেশ

উপদেষ্টা মাহফুজের ডিলিট করা পোস্টে ক্ষেপেছে দিল্লি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪০, ২০ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা মাহফুজের ডিলিট করা পোস্টে ক্ষেপেছে দিল্লি

রণধীর জয়সওয়াল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ‘বিতর্কিত মন্তব্য’ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের তীব্র আপত্তির কথা জানিয়েছি। আমরা জানতে পেরেছি যে পোস্টের কথা বলা হচ্ছে, তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেয়া হয়েছে। ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। কিন্তু এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুছে ফেলা সেই ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ভারতের উচিত গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া, যে কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা বিক্ষোভের জেরে পদত্যাগ করেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।

এদিকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। তারা বলেছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রধান দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক বাংলাদেশ সফরের পরপরই দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এ উদ্বেগের কথা ব্যক্ত করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়