Apan Desh | আপন দেশ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস তছনছ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৬, ২০ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস তছনছ

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরের এ হামলায় অন্তত একজন নিহত। আরও বেশ কয়েকজন আহত হয়। তবে কোনো কূটনীতিক হতাহত হননি বলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন ইউক্রেন মুখপাত্র। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখির বরাতে আল জাজিরা জানায়, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এ হামলা চালানো হলো।

তিখি বলেন, গোলাবর্ষণে কিয়েভের বেশ কয়েকটি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দূতাবাস একটি ভবনে অবস্থিত, যা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। জানালা, দরজা ও ছাদের অংশ ভেঙে গেছে।

আরও পড়ুন<<>> রাহুলের চরিত্রে টান দিল নারী এমপি

কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার শামিল। কূটনৈতিক মিশনে এসব হামলার মধ্য দিয়ে রাশিয়া তার চরম বর্বরতার পরিচয় দিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে বাসিন্দারা কমপক্ষে তিনটি বিকট বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শহরটিতে ছোড়া পাঁচটি ইস্কান্দার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

শহর প্রশাসন জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩০টি আবাসিক ভবন, ১৬টি চিকিৎসা সুবিধা এবং ৩০টি স্কুল ও কিন্ডারগার্টেনের হিটিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। তবে হামলায় কোনো বিদেশি কূটনীতিক হতাহত হননি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়