Apan Desh | আপন দেশ

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:৫২, ২৪ ডিসেম্বর ২০২৪

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

সংগৃহীত ছবি

তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চারজন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে। পরে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
আলজাজিরা বলেছে, বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাঁচ ও ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।
  
স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, প্রাথমকিভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আমরা এর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়