Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ২৬ ডিসেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। উপত্যকার একটি হাসপাতালের পাশে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত সাংবাদিকরা হলেন- ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মধ্য গাজার একটি হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

আল জাজিরার আনাস আল-শরিফ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। সাদা রঙের ওই ভ্যানের একটি ভিডিও থেকে নেয়া স্ক্রিনশটে গাড়ির পেছনে বড় লাল অক্ষরে “প্রেস” শব্দটি দেখা যাচ্ছে।

আনাস আল-শরিফ আরও বলেন, আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। কারণ তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেয়ার জন্য হাসপাতালে প্রসব ওয়ার্ডে ছিলেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এ হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এ মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য বর্বর এ দেশটিকে জবাবদিহি করার আহবানও জানিয়েছে সংস্থাটি।

সিপিজে’র তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়