Apan Desh | আপন দেশ

ভারতের অভিযানে ১৭ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৭, ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতের অভিযানে ১৭ বাংলাদেশি গ্রেফতার

ভারতীয় পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (অ্যান্টি টেররিজম সেল বা এটিসি) তাদের গ্রেফতার করে। খবর  ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, কেরালাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহারাষ্ট্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, বুধবার থেকে মুম্বাই, নভি মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৪ পুরুষ ও তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জাল আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গ্রেফতার সকলে বৈধ কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার সকলের বিরুদ্ধে ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়