Apan Desh | আপন দেশ

তালেবানের পাল্টা হামলায় পাকিস্তানি ১৯ সেনা নিহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:০৫, ২৮ ডিসেম্বর ২০২৪

তালেবানের পাল্টা হামলায় পাকিস্তানি ১৯ সেনা নিহত

ছবি: ইন্টারনেট

সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে মুহুর্মুহু বিমান হামলা চালায় পাকিস্তান। এবার সে হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের কয়েকটি স্থানে আক্রমণ চালিয়েছে আফগান তালেবান বাহিনী। এতে পাকিস্তানের ১৯ সেনার প্রাণহানি ঘটেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে বিমান হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি স্থানে আক্রমণ চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুরান্ড লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে বিমান হামলার প্রতিশোধ নেয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়। এতে ১৯ জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মধ্যম এক্স-এ পোস্ট জানায়, তাদের বাহিনী পাকিস্তানের বেশ কিছু পয়েন্টকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তবে হতাহতের বিষয়ে বা কীভাবে হামলা চালানো হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী স্থানকে আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারি না।

গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়