Apan Desh | আপন দেশ

ইউক্রেন দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:০৬, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:০৭, ১ জানুয়ারি ২০২৫

ইউক্রেন দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ 

সংগৃহীত ছবি

ভয়াবহ যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করছিল রাশিয়া। এটি সম্ভব হয়েছিল রাশিয়ার গ্যাজপ্রম ও ইউক্রেনের নাফটোগাজের মধ্যে চুক্তির কারণে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এতে নতুন বছরের প্রথম দিন থেকেই এ সরবরাহ বন্ধ করা হয়েছে। খবর বিবিসি।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো ইউক্রেনের ওপর দিয়ে রাশিয়ার ঐতিহাসিক গ্যাস রুটের যুগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়ার অর্থ উপার্জন আর চলবে না। ইউক্রেন ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন স্থাপনে প্রস্তুতি নিতে একটি বছর সময় দিয়েছে।

ইউরোপীয় কমিশনের মতে, ইউক্রেন রুট বন্ধ হয়ে গেলেও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব। তবে বিকল্প সরবরাহ চ্যানেল কার্যকর থাকলেও অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মতো বেশ কয়েকটি দেশ এখনো রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল।

উক্রেনের মধ্য দিয়ে রুট বন্ধের পরও কৃষ্ণ সাগর দিয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া তুরস্ক, সার্বিয়া ও হাঙ্গেরিতে গ্যাস সরবরাহ করছে। স্লোভাকিয়া ও অস্ট্রিয়া রাশিয়ার গ্যাস ক্রয় অব্যাহত রেখেছে। যদিও ২০২১ সালে ৪০ শতাংশ গ্যাস আমদানি থেকে এটি ২০২৩ সালে ১০ শতাংশেরও কমে নেমে এসেছে। বিকল্প উৎস অনুসন্ধান করে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা হ্রাস করেছে ইউরোপ।

অস্ট্রিয়ার জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বলেছে, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সরবরাহ বন্ধ করে দেয়াতে সংকট তৈরির আশঙ্কা রয়েছে। ইউক্রেনের সিদ্ধান্ত ইতোমধ্যে স্লোভাকিয়ার সঙ্গে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়