Apan Desh | আপন দেশ

সিরিয়ায় রুশ ঘাঁটি নিয়ে নাক গলাবেন না: রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:২৯, ৪ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় রুশ ঘাঁটি নিয়ে নাক গলাবেন না: রাশিয়ার হুঁশিয়ারি

রাশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি নিয়ে মন্তব্য করায় জার্মানিকে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সিরিয়ার রুশ ঘাঁটি নিয়ে উদ্বেগ প্রকাশ করার আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের উচিত নিজের দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা।

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি থাকা উচিত নয় বলে জার্মানির শীর্ষ এ কূটনীতিকের মন্তব্যের জেরে জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেছেন। খবর তাসের।

রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, মার্কিন সামরিক ঘাঁটি হোস্ট করা একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ঘাঁটি নিয়ে মাথা ঘামাচ্ছেন। আমার একটি প্রশ্ন আছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী কি তার দেশে থাকা মার্কিন ঘাঁটি নিয়ে ওয়াশিংটনকে এ ধরনের উদ্বেগ প্রকাশ করবেন?

রাশিয়ার বাইরে বিভিন্ন দেশ নিয়ে কাজ করা তাদের গোয়েন্দা বিভাগ এর আগে বলেছিল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, যাতে সিরিয়া থেকে রুশ সামরিক বাহিনী সরিয়ে নেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়