টিউলিপ সিদ্দিক।
ব্রিটিশ লেবার পার্টির নেতা ও যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিউলিপ ২০০৪ সালে কোনো অর্থ পরিশোধ না করেই লন্ডনের কিংস ক্রসের কাছে একটি বিলাসবহুল দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট গ্রহণ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, এ ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। তিনি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর ঘনিষ্ঠ বলে জানা গেছে। তবে সূত্র জানায়, মোতালিফের কঠিন সময়ে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা-মা। কৃতজ্ঞতাস্বরূপ ফ্ল্যাটটি তিনি টিউলিপকে দেন।
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে বাংলাদেশের এ প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তির মধ্যস্থতায় টিউলিপ ও সংশ্লিষ্টরা ব্যয় বাড়ানোর মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন।
টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য নিয়ে এখনও যুক্তরাজ্যে ব্যাপক আলোচনা চলছে।
আবদুল মোতালিফ সাংবাদিকদের জানিয়েছেন, ফ্ল্যাটটি তিনি নিজে কিনেছিলেন। তবে কেন এবং কী পরিস্থিতিতে এটি টিউলিপকে দেয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।