Apan Desh | আপন দেশ

ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৫ জানুয়ারি ২০২৫

ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পোরবন্দর এলাকায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির তিন ক্রু সদস্য নিহত হয়েছেন।

রবিবার (০৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে, যখন উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) একটি উন্মুক্ত মাঠে আছড়ে পড়ছে এবং সঙ্গে সঙ্গে বিশাল কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনা একটি নিয়মিত মহড়ার সময় ঘটেছে। উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুভ পোরবন্দরের কাছে এক ঘাঁটিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে, সেপ্টেম্বর মাসে একই অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে তিন ক্রু সদস্য নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর গত অক্টোবর মাসে পাইলট রাকেশ কুমারের মরদেহ উদ্ধার করা হয়। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি, তবে এ ঘটনায় তদন্ত চলছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সামুদ্রিক আইন প্রয়োগ ও অনুসন্ধান এবং উদ্ধার কাজ পরিচালনা করে, পাশাপাশি ভারতের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়