Apan Desh | আপন দেশ

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:০১, ৭ জানুয়ারি ২০২৫

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩২

সংগৃহীত ছবি

চীনের তিব্বতের এক প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। ইউএসজিএস জানায়, মঙ্গলবার (০৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৭.১ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ড্যামাকসং কাউন্টির গেদার শহরের কাছে। প্রথমে ৩০ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু পরবর্তী রিপোর্টে ৩২ জন নিহত ও ৩৮ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে ও মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। নেপাল ও চীন ছাড়াও ভূমিকম্পটি, ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে।
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত ও ৩৮ জন গুরুত্বর আহত হয়েছেন। 

নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার ও কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়