সংগৃহীত ছবি
চীনের তিব্বতের এক প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। ইউএসজিএস জানায়, মঙ্গলবার (০৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৭.১ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ড্যামাকসং কাউন্টির গেদার শহরের কাছে। প্রথমে ৩০ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু পরবর্তী রিপোর্টে ৩২ জন নিহত ও ৩৮ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে ও মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। নেপাল ও চীন ছাড়াও ভূমিকম্পটি, ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে।
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত ও ৩৮ জন গুরুত্বর আহত হয়েছেন।
নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার ও কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।