Apan Desh | আপন দেশ

চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১২:১৪, ৭ জানুয়ারি ২০২৫

চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সিগাজ শহরে ও এর আশপাশে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ জন। প্রতিবেশী নেপাল ও ভারতেও এ কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন>>>চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩২

চীন জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়