ছবি : সংগৃহীত
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কানাডাকে যুক্তরাষ্টের সঙ্গে যুক্ত করা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর থেকে একাধিকবার এ বিষয়ে কথা বলেছেন তিনি। চলতি মাসেই হোয়াইট হাউসে বসবেন। আর তার আগে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন ট্রাম্প।
বুধবার (৮ জানুয়ারি) মানচিত্রের ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, 'ওহ! কানাডা'।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে কানাডার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে।
তিনি আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। তাদের (কানাডার) সেনাবাহিনী খুবই ছোট। তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সব ঠিক আছে। কিন্তু আপনার জানেন, তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব।
ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না।
উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারি) রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রুডো।পদত্যাগের ঘোষণা দেয়ার পর তাকে নিয়ে মজা করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চান। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।