ছবি: ইন্টারনেট
উড্ডয়নে প্রস্তুত বিমান। এমন সময় ভেতরে বসে ফোনে প্রেমিকার সঙ্গে ঝগড়া শুরু করেন প্রেমিক। কথা কাটাকাটির এক পর্যায়ে মাথা গরম হয়ে যায় তার। রেগেমেগে প্লেনের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ করেন প্রেমিক।
বুধবার (০৮ জানুয়ারি) এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা জেটব্লু ফ্লাইট ১৬১-কে থামানো হয়, কারণ একজন ব্যক্তি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেয়ার চেষ্টা করেন
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি যাত্রা শুরু করবে এমন সময় এ ঘটনা ঘটে।
এফবিআইয়ের সদস্যরা এসে তাকে আটকায়। এরপর পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্লেনটি উড্ডয়নে দেরি হয়।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।