
ছবিসূত্র: এএফপি
লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে চলমান ভয়াবহ দাবানল পাঁচ দিনের তাণ্ডবের পর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ঝোড়ো বাতাসের গতিবেগ কমে যাওয়ায় আগুনের প্রতি দমন প্রক্রিয়া শুরু করেছে দমকল বাহিনী।
এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) শুরু হওয়া ভয়াবহ এ দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝোড়ো বাতাস।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকালের আগপর্যন্ত প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ ও ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। যদিও এরই মধ্যে দাবানলে এ দুই অঞ্চলের প্রায় ৩৪ হাজার একর পুড়ে ছাই হয়েছে।
অঞ্চলটির আগুন ৮ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে ১৩ হাজার ৯৫৬ একর এলাকা। লিডিয়ায় ৩৯৫ একর পুড়েছে, নিয়ন্ত্রণে এসেছে ৭৫ শতাংশ আগুন। হার্স্ট অঞ্চলে ৭৭১ একর পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৩৭ শতাংশ।
কেনেথ অঞ্চলে ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন অগ্নিনির্বাপণকর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী, পাঁচটি দাবানলের আগুন নেভাতে এখনো সংগ্রাম করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।
এদিকে সেখানে এর মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সেখানে লুটপাট থামাতে জারি করা হয়েছে কারফিউ। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।