Apan Desh | আপন দেশ

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৩, ১১ জানুয়ারি ২০২৫

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ

সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক

জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ করলে এ উত্তেজনার সূত্রপাত হয়। 

কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সম্প্রতি প্রতিবেশি দুই দেশের মধ্যে এ উত্তেজনা আরও বেড়েছিল। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।

শুক্রবার (১০ জানুয়ারি) বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মরকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, সোমবার (৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানায়। তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা জানান, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানাতে পরেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়। তবে এখন বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের ওই কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়