Apan Desh | আপন দেশ

আরও এক দুঃসংবাদ পেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৭:০৯, ১১ জানুয়ারি ২০২৫

আরও এক দুঃসংবাদ পেল ভারত

সংগৃহীত ছবি

ভারতীয় পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদায় বড় ধাক্কা লেগেছে। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ৮৫তম হয়েছে। এ পতন শুধু দেশটির বৈশ্বিক অবস্থানকে দুর্বল করছে না। বরং আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা বর্তমানে ৫৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন। তুলনামূলকভাবে শীর্ষস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

২০০৬ সালে ভারত তার সর্বোচ্চ ৭১তম অবস্থানে পৌঁছেছিল। কিন্তু ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অবস্থান বড় ধাক্কা খায়। ২০২৪ সালে ৮০তম স্থানে উন্নীত হলেও ২০২৫ সালে আবার ৮৫তম স্থানে নেমে আসে।

যুক্তরাষ্ট্রও তাদের অবস্থান হারিয়েছে। ২য় স্থান থেকে সরাসরি ৯ম স্থানে নেমে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের রাজনৈতিক অভ্যন্তরীণতা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কগুলো এ অবনতির পেছনে ভূমিকা রেখেছে।

এদিকে আফগানিস্তান সূচকের সবচেয়ে নীচে অবস্থান করছে। যার পাসপোর্টধারীরা মাত্র ২৭টি দেশে সীমিত প্রবেশাধিকার পান।

বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিংও তিন ধাপ পিছিয়ে বর্তমানে ১০০তম স্থানে পৌঁছেছে। গত বছর ৯৭তম স্থানে থাকা দেশটি এ বছর লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে একই অবস্থান ভাগ করে নিয়েছে।

বিশ্বব্যাপী ভারতীয় ও বাংলাদেশি পাসপোর্টের এ অবস্থা বিভিন্ন মহলে দুশ্চিন্তার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে। যাতে পাসপোর্টের মর্যাদা আবারও বাড়ানো সম্ভব হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়