Apan Desh | আপন দেশ

দণ্ডিত হয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৮, ১১ জানুয়ারি ২০২৫

দণ্ডিত হয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি দণ্ডিত অপরাধী। পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় তাকে ‘ব্যতিক্রমী সাজা’ দেন দেশটির সর্বোচ্চ আদালত। ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা নয়; বরং ‘নিঃশর্ত মুক্তির’ দণ্ডাদেশ দেন বিচারক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। আদালতে বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। ফলে গত বছরের মে মাসে নিউইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সে মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত।


প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ১০ দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল-জরিমানা করা হয়নি। বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে।

ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মার-এ-লাগো থেকে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এ অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ন করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

দণ্ড ঘোষণার সময় বিচারক মার্চান বলেছেন, এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনই এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির ওপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায়, তা হলো শর্তহীন মুক্তি। এ পদক্ষেপে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না।

আইনজ্ঞরা বলেছেন, পর্ন তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট, যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়