Apan Desh | আপন দেশ

ইউক্রেনে উত্তর কোরিয়ার দুই সেনা আটক, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে উত্তর কোরিয়ার দুই সেনা আটক, দাবি জেলেনস্কির

ছবি : সংগৃহীত

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আসা উত্তর কোরিয়ার দুই সেনাকে আটক করেছে ইউক্রেন। শনিবার (১১ জানুয়ারি) এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই ‍দুই সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাসদস্যরা। তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিলেন বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন, এ দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন।

সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না। কেননা, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন, এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, আটক দুই সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়ার জন্য বলে দিয়েছি। এখানে কী হচ্ছে, তা পুরো বিশ্বের জানা উচিত।

ওই দুই সেনা সদস্যের ছবিও শেয়ার করেন জেলেনস্কি। তবে, তারা যে আসলেই উত্তর কোরিয়ার নাগরিক কিনা, তার কোনো প্রমাণ দেননি তিনি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে উত্তর কোরিয়ার সেনাদের রুশ আইডি কার্ড দেয়া হয়।

জেলেনস্কির দাবি সত্যি হলে এ প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করলো তারা। আর তাতে উত্তর কোরিয়ার যুক্ত থাকার ব্যাপারটিই প্রমাণিত হয়ে যায়। এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনার প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করেনি রাশিয়া ও উত্তর কোরিয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়