Apan Desh | আপন দেশ

ছাত্রীদের জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:৪২, ১২ জানুয়ারি ২০২৫

ছাত্রীদের জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

সংগৃহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণির শেষ পরীক্ষার দিন ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিন দেখা হবে না বান্ধবীদের সঙ্গে—এ আবেগঘন মুহূর্তে একে অপরের শার্টে বিদায়ী শুভেচ্ছাবার্তা লিখেছিল ৮০ জন ছাত্রী। কিন্তু এমন স্বাভাবিক আনন্দঘন ঘটনাতেই কঠোর পদক্ষেপ নিলেন স্কুলের প্রধান শিক্ষক।

শুক্রবার (১০ জানুয়ারি) স্কুলটির দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে নানা বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা। অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিদায়ের দিনে এমন করে থাকেন। কিন্তু বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই গোল বেঁধে যায়। পুরো বিষয়টিতেই আপত্তি জানান তিনি। প্রধান শিক্ষক বকাঝকা শুরু করলে ছাত্রীরা ক্ষমা চেয়েও কোনো সুরাহা পায়নি।

ছাত্রীদের অভিযোগ, ক্ষুব্ধ ওই প্রধান শিক্ষক ৮০ জন ছাত্রীকে বার্তা লেখা ওই জামাগুলি খুলে ফেলার নির্দেশ দেন। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির ছাত্রীদের। এ ঘটনার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। 

এ ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে ছাত্রীরা। ওই প্রধান শিক্ষকের কাছে পুলিশ ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা। 

ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানান, এ ঘটনায় চার সদস্যের এক দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়