Apan Desh | আপন দেশ

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:০৩, ১৩ জানুয়ারি ২০২৫

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

ছবি : সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি ভয়ংকর এ দাবানল। এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৬ জন। এমন পরিস্থিতিতে মার্কিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা।

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন ট্রুডো।

এদিকে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ওই শহর। শুষ্ক প্রবল বাতাসের ফলে দাবানলের আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। এতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। ১২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পুড়েছে হাজার হাজার একর জমি। 

এ ক্ষতি কাটিয়ে উঠতে টানা ছয় মাসের বেশি সময় শহরটিকে সহায়তা দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কেননা হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। অথচ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগেই এ দুই দেশের ওপর অতিরিক্ত কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়