ফাইল ছবি
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একাধিক তদন্ত চলমান থাকা সত্ত্বেও টিউলিপের দায়িত্বপালন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা। তার খালার মধ্যেমে যুক্তরাজ্যে বেশ কয়েকটি ফ্ল্যাট ব্যবহার করেছেন। এছাড়াও সম্পত্তি অর্জন ও অন্যান্য কার্যকলাপে আর্থিক অসংগতির অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
এর আগে খালা শেখ হাসিনার শাসনামলের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে বাংলাদেশ সরকার গুরুতর উদ্বেগ প্রকাশ করলে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ নেতা কেমি বাডেনচ প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি (স্টারমার) ‘ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যেখানে সিদ্দিক নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।
এদিকে টিউলিপের বিরুদ্ধে সম্পত্তি অর্জন ও তার খালার বাংলাদেশে রাজনৈতিক পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত অভিযোগ তদন্ত চলাকালীন তার পদত্যাগ করা উচিত বলে যে দাবি তোলা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন মন্ত্রী পিটার কাইল।
পিটার কাইল বলেন, টিউলিপ সংসদীয় তদারকি সংস্থার কাছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে ‘ঠিক কাজ করেছেন’। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (তার খালা) ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন।
টিউলিপের বিরুদ্ধে এসব অভিযোগ আসার পরে সেগুলো তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস (প্রধানমন্ত্রীর উপদেষ্টা) লাউরি ম্যাগনাসের কাছে গত সোমবার চিঠি লেখেন তিনি।
ম্যাগনাসকে পাঠানো চিঠিতে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, তিনি ‘কোনো ভুল করেননি’।
একই দিন প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, টিউলিপ সিদ্দিক ‘সম্পূর্ণভাবে সঠিক কাজ করেছেন’ ও তিনি তার ওপর ‘আস্থা’ রেখেছেন। তবে, সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, টিউলিপ সিদ্দিকের লন্ডনের সম্পত্তিগুলো তদন্ত করা উচিত। যদি তিনি সেগুলো ‘প্লেইন ডাকাতি’ (সোজা ডাকাতি) করে অর্জন করে থাকেন। তবে তা সরকারের কাছে ফিরিয়ে দেয়া উচিত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।