Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সামরিক সক্ষমতাকে কটাক্ষ বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের সামরিক সক্ষমতাকে কটাক্ষ বিজেপি নেতার

শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করেন। বাংলাদেশের সামরিক ক্ষমতা নিয়ে উপহাস করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। ওরা বালুরঘাট সীমান্তে কিছু ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলো শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু এখন আর ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। তারা এখনো ৬০-৭০ এর দশকের চিন্তায় আটকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলে ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

এরপর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বাংলাদেশের নোবেলজয়ী ড. ইউনূসের অবস্থাও শেষ পর্যন্ত ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে।

শুধু বাংলাদেশ নিয়েই নয়, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি ও মৌলবাদী জঙ্গিবাদকে কঠোর হাতে দমন করবে। পশ্চিমবঙ্গ এখন মৌলবাদী জঙ্গিদের বাসভূমিতে পরিণত হয়েছে। বাঁচার একমাত্র উপায় হলো শক্তিশালী ও জিরো টলারেন্স নীতির সরকার প্রতিষ্ঠা করা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়